ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চাঞ্চল্যকর মিলন হত্যা মামলা অধিকতর তদন্তের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
চাঞ্চল্যকর মিলন হত্যা মামলা অধিকতর তদন্তের নির্দেশ

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর কিশোর মিলন হত্যা মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) জেলার ২ নম্বর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ভূঁইয়া ডিবি পুলিশের চূড়ান্ত প্রতিবেদন শুনানি শেষে তা প্রত্যাখ্যান করে এ নির্দেশ দেন।



এসময় আদালতে মামলার বাদী নিহত কিশোর মিলনের মা কোহিনুর বেগম, ডিবি’র তদন্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ভূইয়া উপস্থিত ছিলেন।

আদালত একই আদেশে আগামী ২৮ ডিসেম্বর অধিকতর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

২০১১ সালের ২৭ জুলাই কোম্পানিগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে পুলিশ গাড়িতে করে এনে উন্মুক্ত জনতার হাতে ডাকাত সাজিয়ে ছেড়ে দেওয়া হয় কিশোর মিলনকে (১৬)। ওই সময় পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় জনতা তাকে গণপিটুনি দিয়ে হত্যা করে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশের গাড়ি থেকে তাকে নামিয়ে দেওয়াসহ পুরো ঘটনাটির ভিডিওচিত্র বিভিন্ন ইলেক্ট্রনিক্স মিডিয়ায় প্রকাশিত হলে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার পর ওই বছর ৩ আগস্ট মিলনের মা কোহিনুর বেগম বাদী হয়ে নোয়াখালীর দুই নম্বর আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।