ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘ইওর অনার ইজ আওয়ার প্রাইড’ সম্মাননা নিতে ভারত গেলেন উপাচার্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
‘ইওর অনার ইজ আওয়ার প্রাইড’ সম্মাননা নিতে ভারত গেলেন উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম

ময়মনসিংহ: এমিনেন্ট একাডেমিশিয়ান ও কবি হিসেবে ‘ইওর অনার ইজ আওয়ার প্রাইড’ শীর্ষক বিশেষ সম্মাননা গ্রহণ এবং আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম এখন ভারতে অবস্থান করছেন।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের উপ-পরিচালক (জনসংযোগ) এস.এম.হাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।



তিনি জানান, ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের মিউজিকোলজি বিভাগ কর্তৃক আয়োজিত প্রথম আন্তর্জাতিক সংগীত সম্মেলন শুরু হয়েছে। ৬ নভেম্বর এ অনুষ্ঠান শেষ হবে। দক্ষিণ এশিয়ার সংগীত ও সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে এ সেমিনারে আলোচনা হবে। ভারত এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের গুণী  ব্যক্তিগণ এ সেমিনারে অংশগ্রহণ করেছেন।

এমিনেন্ট একাডেমিশিয়ান ও কবি হিসেবে বাংলাদেশ থেকে একমাত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম, এমিনেন্ট মিউজিকোলজিস্ট হিসেবে ভারতের ড. প্রদীপ কুমার ঘোষ এবং এমিনেন্ট একাডেমিশিয়ান ও মিউজিকোলজিস্ট হিসেবে ভারতের প্রফেসর বিনাতা মৈত্র’কে এ বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময় ১৬৪৪ ঘন্টা নভেম্বর ০৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।