ঢাকা: রাজধানীতে জুবায়ের রহমান (২৬) নামে নির্মাণশ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জুবায়েরের গ্রামের বাড়ি সিলেট জোলার জকিগঞ্জ। তার সহকর্মী মামুন বাংলানিউজকে বলেন, কামরাঙ্গীরচর টেকের হাটীর একটি বাড়িতে নির্মাণ শ্রমিক হিসেবে আমরা কাজ করতাম। কাজের সময় ভেজা একটি লাঠি বৈদ্যুতিক তারে লাগলে তিনি বিদ্যুতায়িত হয়ে আহত হন।
তিনি আরও বলেন, জুবায়েরকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এজেডএস/ওএইচ/এএ