ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ইউনেস্কোর প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশে কবিতা ও চিঠি প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
ইউনেস্কোর প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশে কবিতা ও চিঠি প্রতিযোগিতা

ঢাকা: জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে সংস্থাটির সহযোগী সংস্থা বাংলাদেশ জাতীয় কমিশন (বিএনসিইউ) কবিতা ও চিঠি লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে।

চলতি নভেম্বর মাসেই ইউনেস্কো প্রতিষ্ঠার সত্তর বছর পূর্ণ হতে চলেছে।

দীর্ঘ আলোচনা শেষে ১৯৪৫ সালের ১ থেকে ১৬ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত ৪৪ জাতির এক সম্মেলনে সংস্থাটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৫।

‘আমার স্মৃতি, অভিজ্ঞতা ও প্রত্যাশা’ শীর্ষক এই প্রতিযোগিতাটি সারা বাংলাদেশে সবার জন্য উন্মুক্ত। বিএনসিইউ ছাড়াও ইউনেস্কোর ঢাকা কার্যালয় এ আয়োজনে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

২০১৫ সালে ইউনেস্কো প্রতিষ্ঠার সত্তর বছর পূর্তিতে বছরের শুরু থেকেই যৌথভাবে বিভিন্ন আয়োজন করে আসছে বিএনসিইউ ও ইউনেস্কোর ঢাকা কার্যালয়। এ বছর অনুষ্ঠিত একুশে বইমেলায় ইউনেস্কোর প্রকাশনায় এসেছে বিভিন্ন বই।

‘আমার স্মৃতি, অভিজ্ঞতা ও প্রত্যাশা’ শীর্ষক প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুকরা বিএনসিইউ’র ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। পরবর্তীতে আবেদন ফর্ম পূরণ করে কবিতা বা চিঠিসহ ১২ নভেম্বরের মধ্যে ই-মেইল করতে হবে dhaka@unseco.org এই ঠিকানায়। অথবা বাড়ি নং-১২২, রোড নং-১, ব্লক-এফ, বনানী, ঢাকা-১২১৩ ঠিকানায় ডাকযোগে পাঠানো যাবে।

একজন প্রতিযোগী কবিতা বা চিঠি বিভাগের একটি প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আর উভয়ক্ষেত্রে সর্বোচ্চ শব্দ সংখ্যা ছয়শ’র বেশি হতে পারবে না।

আগামী ৩ ডিসেম্বর এ প্রতিযোগিতার ফল প্রকাশ করা হবে। আর ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরনী। অসাধারণ, চমৎকার ও সেরা- এই তিন ক্যাটাগিরিতে এ পুরস্কার দেওয়া হবে। ঢাকায় ইউনেস্কোর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের সংস্থাটির স্মারকগ্রন্থ ও সনদ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।