লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সম্পত্তির বিরোধের জের ধরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে আহত বড় ভাই খোরশেদ আলমের (৪৫) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত খোরশেদ লক্ষ্মীপুর পৌর সভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ভাই মাহবুব আলমের সঙ্গে বড় ভাই খোরশেদ আলমের জমি নিয়ে বিরোধ চলছিলো। ৩১ অক্টোবর (শনিবার) বিরোধকৃত জমিতে বড় ভাই খোরশেদ আলম মাটি কাটতে গেলে ছোট ভাই মাহবুব বাধা দেয়। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে ছোট ভাই, বড় ভাইকে লাঠি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লা আল মামুন ভূঁইয়া বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসএইচ