ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

প্রশিক্ষণ শেষে পুলিশের ৩১৩ সদস্য কাজে যোগ দিলেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
প্রশিক্ষণ শেষে পুলিশের ৩১৩ সদস্য কাজে যোগ দিলেন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে প্রথমবারের মতো প্রশিক্ষণ নিয়ে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছেন ৩১৩ জন সদস্য। পুলিশের নবাগত এই সদস্যরা সিলেটের লালাবাজার রিজার্ভ রেঞ্জ ফোর্সে (আরআরএফ) দীর্ঘ ৬ মাসের কঠোর প্রশিক্ষণ নেন।



বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার আরআরএফে এক কুচকাওয়াজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান (পিপিএম)।

তিনি জানান, বাংলাদেশ পুলিশ দুষ্টের দমন ও শিষ্টের পালন, জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষার মাধ্যমে দেশ ও সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখছে।

নবাগত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্রের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে জনগণের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষা, অপরাধ দমনে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলে সুষ্ঠু ও সুন্দর সমাজ এবং রাষ্ট্র গঠনে অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

এর আগে সকাল ১০টায় অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্যরা মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শন করেন। পরে তারা শপথবাক্য পাঠ করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এনইউ/আরএইচএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।