বরিশাল: নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ আমদানি, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুত, বিতরণ ও বাণিজ্যিক উদ্দেশে পরিবহনের অপরাধে বরিশালে ৩ প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় মহানগরের বাজাররোড এলাকায় এ অভিযান পরিচালনা করে।
পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুত, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশে পরিবহন বা ব্যবহার করার অপরাধে মেসার্স মীর ব্রাদার্সের মালিক কাঞ্চন আলী মিয়াকে ৫০ হাজার টাকা, মেসার্স তালুকদার বাণিজ্যালয়ের রিপন খানকে ২ হাজার টাকা, মেসার্স সামি স্টোরের হুমায়ন কবিরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে ৩টি প্রতিষ্ঠানে মোট ৫৩ হাজার টাকা জরিমানা এবং আনুমানিক ১ শত ৫৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রউফ মিয়ার নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাসের উপস্থিতিতে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) এ এইচএম রাসেদ, সিনিয়র টেকনিশিয়ান মীর কাশেম মজুমদার, পরিদর্শক তোতা মিয়া এবং পুলিশ প্রশাসনের সহযোগীতায় এ অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসএইচ