ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ৬ দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
গোপালগঞ্জে ৬ দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: ছয় দফা দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন গোপালগঞ্জ জেলা সদর ও কোটালীপাড়া উপজেলায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
 
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ অডিটোরিয়মে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।



এতে সভাপতিত্ব করেন ২৬ ক্যাডার সমন্বয় পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও সিভিল সার্জন এসএম সিরাজুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু কলেজ কমিটির সাধারণ সম্পাদক ও অধ্যাপক গোলাম মোস্তফা, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সোহেল পারভেজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন মিরাজ, মোসাদ্দেক হোসেন ও কায়কোবাদ প্রমুখ।

অন্যদিকে, কোটালীপাড়ায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে উপজেলার সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিত কুমার মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৌরেন্দ্র নাথ সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রথীন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাফায়েত হোসেন, ডা. সানোয়ার হোসেন, কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সুভাষ চন্দ্র বালা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তারা উপজেলা নির্বাহী কাযালয়ের কর্তৃত্ব বাতিলের দাবি জানিয়ে বলেন, এতে ক্যাডার ও নন ক্যাডার কর্মকর্তাদের মর্যাদা ক্ষুন্ন হবে ও সংশ্লিষ্ট দফতরের চেইন অব কমান্ড নানাভাবে ভেঙে পড়বে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।