ঢাকা: নতুন স্কেলে বেতন বৈষম্যের অভিযোগ তুলে এক প্রতিবাদ সামাবেশ করেছে প্রকৃচি (প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসক) বিসিএস সমন্বয় কমিটি।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকায় আ কা মু গিয়াস উদ্দিন মিলকী অডিটোরিয়ামে এ সমাবেশ করা হয়।
এতে সভাপতিত্ব করেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ মো. মোবারক আলী।
প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির ঢাকা জেলা ও বিভাগীয় কমিটির উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশে ছয় দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে- পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল রাখা, উপজেলায় ইউএনও’র কর্তৃত্ব বাতিল, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সব ধরনের প্রেষণ বাতিল, সব ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদান।
বক্তারা বলেন, উপজেলায় একটি দফতরের কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অন্য ১৬টি দফতরের তদারকি ও আর্থিক বিষয় পরিচালনা করলে সরকারের প্রগতিশীল কর্ম প্রক্রিয়াকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এতে প্রশাসন যন্ত্র অচল হয়ে পড়বে, অন্যান্য দফতরের প্রধানেরা অফিসের সত্তা হারাবেন।
তারা বলেন, এটি করলে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা তৈরি হবে। অনেক ক্ষেত্রে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না। এছাড়া এখানে দুনীর্তি হওয়ার সুযোগও রয়েছে।
বক্তারা জানান, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সুবিধা বাতিল করায় চার বছর পূর্তিতে সপ্তম গ্রেড পাবেন না এবং আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হবেন তারা। চাকরির সময় দশ বছর পূর্ণ হলেও ষষ্ঠ গ্রেডেই তাদের থাকতে হবে। পদোন্নতি ছাড়া পঞ্চম গ্রেডে উন্নীত হওয়ার সুযোগ থাকবে না। এতে তারা নানাভাবে বঞ্চিত হবেন।
পেশাভিত্তিক কারিগরি কোনো প্রকার দক্ষতা না থাকা সত্ত্বেও প্রশাসন ক্যাডার কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, খাদ্য মান নিয়ন্ত্রণ, শিক্ষাসহ বিভিন্ন কারিগরি বিষয়ে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করেন। যা পেশাভিত্তিক দক্ষ ক্যাডার অফিসারদের নিয়ন্ত্রণে থাকা যুক্তিযুক্ত বলে মনে করেন তারা।
আগামী ৮ নভেম্বরের মধ্যে দাবির কোনো সুরাহা না হলে কর্ম বিরতিসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্সের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশননের সভাপতি কৃষিবিদ এস তাসাদ্দেক আহমেদ, প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির সদস্য সচিব ফিরোজ খান, ইনঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সহসভাপতি প্রকৌশলী আতাউল মাহমুদ, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সভাপতি ডা. সেলিম রেজা, বিসিএস (মৎস্য) ক্যাডারের সহসভাপতি আরিফুর রহমান তরফদার, বিসিএস সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুমে রাব্বানী খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
একে/টিআই