মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বাসস্ট্যান্ড মার্কেটে আগুন লেগে ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে উপজেলা বাসস্ট্যান্ড মার্কেটে জাহান এন্টারপ্রাইজ বা মা বীজ ভাণ্ডার অ্যান্ড হার্ডওয়্যার দোকানে বৈদ্যুতির শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মধুপুর ও সরিষাবাড়ী উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে আগুনে ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় আশ-পাশের বসতবাড়ি ও আরও দু’টি দোকানের মালপত্রের আংশিক ক্ষতি হয়।
মধুপুর ফায়ার স্টেশন কর্মকর্তা এস কে তুহিন বাংলানিউজকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫/৩০ লাখ টাকা হবে।
এদিকে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হাসান মোস্তফা জানান, দুপুর ২টার দিকে দুই ক্ষতিগ্রস্ত দোকানের মালিক থানায় এসে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
খবর পেয়ে দুপুর দেড়টার দিকে উপজেলার চেয়ারম্যান ফারুক আহম্মদ ফরিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তোফাজেল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এএটি/আরএম