ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ডিমলায় মদসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
ডিমলায় মদসহ মাদক ব্যবসায়ী আটক ছবি : প্রতীকী

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলা থেকে ২৩ বোতল মদসহ আশরাফ আলী (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩) সদস্যরা।
 
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়া থেকে তাকে আটক করা হয়।

আশরাফ ডিমলা সদর ইউনিয়নের দোলপাড়া গ্রামের মমতাজ আলীর ছেলে।

র‌্যাব-১৩ এর নীলফামারী ক্যাম্পের কোম্পানির কমান্ডার আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, আশরাফ দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সন্ধ্যায় উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়ায় অভিযান চালায়। এ সময় ২৩ বোতল মদসহ আশরাফকে আটক করা হয়।

আশরাফের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।