ঢাকা: বাংলাদেশি লেখক, প্রকাশক ও উগ্রপন্থিরা অন্য যাদের হুমকি দিয়েছে, জরুরি ভিত্তিতে তাদের নিরাপত্তা দিতে সরকারকে তাগিদ দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন (ইউএনএইচআর)।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) এক বিবৃতিতে ইউএনএইচআর’র হাইকমিশনার জেইদ রা’আদ আল-হুসেইন এ তাগিদ দেন।
জেইদ রা’আদ আল-হুসেইন বলেন, চলতি বছর অন্তত পাঁচজন বাংলাদেশি লেখক ও প্রকাশক উগ্রপন্থিদের হাতে খুন হয়েছেন। দু’জন বিদেশি নাগরিককেও হত্যা করা হয়েছে। এছাড়া আরও অনেকের পর হামলা করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে।
তিনি বলেন, এমন আরও হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার আগেই জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এজন্য অপরাধীদের বিচারের আওতায় আনা এবং লেখক, প্রকাশকসহ অন্য যাদের হুমকি দেওয়া হয়েছে, তাদের নিরাপত্তা দেওয়া জরুরি।
বিবৃতিতে জেইদ রা’আদ আল-হুসেইন আরও বলেন, আমি রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের প্রতি এমন হত্যা ও হামলার ঘটনায় নিন্দা জানানোর আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫/আপডেট: ০৯৩৯ ঘণ্টা
আরএইচ