গাজীপুর: পারিবারিক কলহের জেরে গাজীপুরের টঙ্গীতে স্ত্রীর চোখ তুলে নিয়েছে পাষণ্ড স্বামী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গীর পূর্ব আরিচপুরে শহীদ স্মৃতি স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন ভক্ত জানান, গত ১ অক্টোবর টঙ্গীর পুর্ব আরিচপুর এলাকার শফিকুর রহমানের শিবলী ম্যানশনের নীচ তলার ভাড়া বাসায় স্ত্রী শিউলী আক্তারকে (২৫) নিয়ে ওঠেন স্বামী কামাল হোসেন (৩৫)। কামাল হোসেন শাহজালাল (রহ.) বিমানবন্দর এলাকায় তেল/ মবিলের ব্যবসা করেন। বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কামাল তার স্ত্রী শিউলীর হাত বেধে ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে চোখ উপড়ে ফেলে।
শিউলীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে কামাল পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিয়ে শিউলীকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায়।
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নুসরাত জাহান জানান, সন্ধ্যা ৬টার দিকে রক্তাক্ত অবস্থায় শিউলীকে এ হাসপাতালে আনা হয়। শিউলীর ডান চোখের বলটি প্রায় পুরোটিই উঠে গেছে। বাম চোখটির অবস্থাও গুরুতর।
তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার কথা থাকলেও রাস্তায় যানজট থাকায় তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
আরআই