ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নেদারল্যান্ডসে টমেটো খামার ও সংরক্ষণাগার ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
নেদারল্যান্ডসে টমেটো খামার ও সংরক্ষণাগার ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

নেদারল্যান্ডসের হেগ থেকে: বৃহস্পতিবার নেদারল্যান্ডসের সবজি সংরক্ষণ কেন্দ্র এবং টমেটো উৎপাদনের খামার পরিদর্শন করেছেন সেদেশ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কনস্ট্রা অ্যান্ড কোম্পানির ওই সংরক্ষণাগারে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে শাক সবজি সংরক্ষণ করা হয়।

আর টমেটো ওয়ার্ল্ডে আধুনিক পদ্ধতিতে টমেটো উৎপাদন করা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, কনস্ট্রা অ্যান্ড কোম্পানিতে কোনো ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার না করে শুধুমাত্র তাপ নিয়ন্ত্রণ করে ফল ও সবজি সংরক্ষণ করা হয়। প্রধানমন্ত্রী এই সংরক্ষণ কেন্দ্রের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
 
এরপর প্রধানমন্ত্রী টমেটো ওয়ার্ল্ডে যান। সেখানে কোনো ধরণের রাসায়নিক ব্যবহার না করে আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অল্প জায়গায় স্বাভাবিকের চেয়ে বেশি টমেটো উৎপাদন করা হয়। টমেটো ওয়ার্ল্ডে ৫০ ধরনের টমেটো উৎপাদন করা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা তার সঙ্গে ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
আরআই

** বিনিয়োগ নীতিতে আমরা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে উদার
** ডেল্টা প্ল্যান বাস্তবায়নে নিবিড়ভাবে কাজ করবে বাংলাদেশ-নেদারল্যান্ডস
** তাকলাগানো অর্থনৈতিক অগ্রগতিতে ডাচ রানির প্রশংসা
** বাংলাদেশ-নেদারল্যান্ডস ৪ দলিল সই
** আরো ডাচ বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
** ডেল্টা প্ল্যান বাস্তবায়নে সহযোগিতা করবে নেদারল্যান্ডস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।