ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
বগুড়ায় প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির সমাবেশ ছবি: আরিফ জাহান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া জেলা প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখাসহ ছয়টি দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ৩টা থেকে  বিকেল পর্যন্ত শহরের আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে এ প্রতিবাদ সমাবেশ চলে।

সমাবেশে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস জেলা শাখার সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু, সাধারণ সম্পাদক কৃষিবিদ চন্ডীদাস কুন্ডু, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব নান্নু, সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামস-উল-আলম, বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. রেজাউল আলম জুয়েল, সিভিল সার্জন ডা. অর্ধেন্দু দেব, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শফিউজ্জামান, আইইবি জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী নাঈম উদ্দিন মিয়া, পরিবার পরিকল্পনা’র উপ-পরিচালক ডা. ওয়াজিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল বাসার ও আবু মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. সামির হোসেন মিশু, উপস্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. নুরুজ্জামান সঞ্চয়, বিসিএস সাধারণ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা, বায়েজীদ রব্বানী বাহালুল, কৃষি কর্মকর্তা আব্দুর রহিম, মুশিদুল হক, ডা. কাজল প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, মন্ত্রণালয়ের সহকারী সচিব থেকে সচিব অথবা সিনিয়র সচিব পর্যন্ত সকল পর্যায়ের সংশ্লিষ্ট ক্যাডার কর্মকর্তা পদায়নের মাধ্যমে কৃত্য পেশা ভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে হবে। বেতনস্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল করতে হবে। উপজেলাকে কার্যকর করতে ইউএনও’র কর্তৃত্ব বাতিল করে জনপ্রতিনিধি হিসেবে উপজেলা চেয়ারম্যানের ক্ষমতায়ন করতে হবে। আন্তঃক্যাডার বৈষম্য নিরসণ করতে হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে সকল ক্যাডারের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

বক্তারা আরো বলেন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সব ধরনের প্রেষণ বাতিল করতে হবে। সব ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদান করতে হবে। তাদের এসব ন্যায় সঙ্গত দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে সমাবেশে হুঁশিয়ারি দেন বক্তারা।

বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।