বরিশাল : বরিশাল নগরের সিএন্ডবি ১ নম্বর পোল সংলগ্ন এলাকা থেকে মদ, ইয়াবা, ফেন্সিডিল ও ধারালো অস্ত্রসহ ২ জনকে আটক করেছে মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানা পুলিশ। আটককৃতরা হলো মাদক ব্যবসায়ী মো. সেন্টু মিয়া (৩২) ও তার সহযোগী বরিশাল সদর উপজেলার কর্নকাঠীর ইউনিয়ন পরিষদের সদস্য খান মো. আবু বকর (৩৫)।
বৃহস্পতিবার রাত ১০ টায় নগরের সিএন্ডবি ১ নম্বর পোল সংলগ্ন মন্টু খার গলিতে এ অভিযান চালানো হয়। অভিযান শেষে রাত ১২টায় বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানা পুলিশ।
অভিযানের নেতৃত্বে থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. আনসার উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মন্টু খার গলির মোজাম্মেল হোসেন শহিদ এর ভাড়া বাসায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সেন্টু মিয়া ও তার সহযোগী বরিশাল সদর উপজেলার কর্নকাঠীর ইউপি মেম্বার খান মো. আবু বকরকে আটক করা হয়।
এ সময় আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী তল্লাশি চালিয়ে ২ শ’ ১০ পিস ইয়াবা, ১১ বোতল ফেন্সিডিলি, ১ বোতল বিয়ার, ১ বোতল বিদেশি মদ, ২ শ’ ৫০ মিলিলিটার বাংলা মদ, ১টি চাইনিজ কুড়াল ও নগদ ১৪ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৩১২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
আরআই