মধুপুর(টাঙ্গাইল) : টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের সাইলবাইদ বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়িসহ চারটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ৮/১০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
বৃহস্পতিবার ( ৫ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার সংলগ্ন জনৈক আব্দুল আজিজের বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় পৌনে এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পাশের একটি লেপ তোষকের দোকান, ফার্মেসি ও কাঠের ফার্ণিচারের দোকান সহ চারটি দোকান সম্পূর্ণ পুড়ে যায় ।
মধুপুর ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা এস কে তুহিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সৃষ্টি ।
বাংলাদেশ সময়: ০৪২৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
আরআই