দিনাজপুর: দিনাজপুর ফুলবাড়ী উপজেলায় গত ২০১৪ সালের ২৭ নভেম্বর এশিয়া এনার্জি কার্যালয় ভাংচুর করার ঘটনায় দায়েরকৃত মামলায় আন্দোলনকারী ১৯ নেতার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। ফুলবাড়ী পৌরসভার বর্তমান মেয়র মর্তুজা সরকার মানিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুলসহ ১৯ জনকে অভিযুক্ত করা হয়েছে চার্জশিটে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে দিনাজপুর ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগ পত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম।
তবে এই অভিযোগপত্র পেশ করার প্রতিবাদে নতুন করে বিক্ষোভ-আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় এলাকাবাসী।
চার্জশিটের ব্যাপারে ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বাংলা নিউজকে জানান, গত ২০১৪ সালের ২৭ নভেম্বর এশিয়া এনার্জির প্রধান গেরি অ্যান লাই ফুলবাড়ীতে এসে কতিপয় ব্যক্তিদের সাথে গোপন বৈঠক করে। উক্ত বিষয়টি টের পেয়ে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরুদ্ধে আন্দোলনকারী তেল, গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার নেতৃত্বে সাধারণ জনতা এশিয়া এনার্জির কার্যালয় ঘোরাও করে। এ সময় উত্তেজিত জনতা এশিয়া এনার্জি কার্যালয়ের বিভিন্ন স্থানে ভাংচুর চালায়। এ ঘটনার ১৩ দিন পর ৮ ডিসেম্বর পৌর মেয়র মর্তুজা সরকার মানিকসহ আন্দোলনে নেতৃত্বদানকারী ১০ জনের বিরুদ্ধে এশিয়া এনার্জি কর্তৃপক্ষ আদালতে একটি মামলা দায়ের করে। পরে মামলাটি ১৪ ডিসেম্বর ফুলবাড়ী থানায় রেকর্ড করা হয়।
মামলাটি দীর্ঘ তদন্তের পর এজাহার নামীয় ১০ আসামি ছাড়াও আরো ৯ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় বৃহস্পতিবার মোট ১৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়েছে।
মামলার উল্লেখ করা আসামিরা হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, সাবেক সদস্য সচিব এসএম নুরুজ্জামান, আন্দোলনাকারী নেতা প্রভাষক জার্জিস আহম্মেদ, কমল চক্রবর্তী, সফিকুল ইসলাম শিকদার, এমএ কাইয়ুম ও সনজিৎ প্রসাদ জিতু।
পরবর্তীত অভিযোগপত্রে নতুন করে যোগ করা ৯ আসামি হলেন, উপজেলার কাঁটাবাড়ী গ্রামের জহরলাল গুপ্তের ছেলে সঞ্জয় গুপ্ত (৪০), একই এলাকার মৃত তৌহিদ আনছারীর ছেলে নুরুজ্জামান বাবু (৩০), মৃত আব্দুল জব্বারের ছেলে হামিদুল হক (৫০), পশ্চিম গৌরীপাড়া গ্রামের ডা. সৈয়দ আবুল মসউদের ছেলে সৈয়দ রাহানুল হক জামিল (৫০), আব্দুল হালিম বক্সের ছেলে সোবাহান আলী (৫০), আব্দুস সাত্তারের ছেলে মেহেদী হাসান হিরা (৩৫), আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান মিজান (৩৫), ওয়াহেদুর রহমানের ছেলে মো. মিলন (৩৫) ও ডাঙ্গাপাড়া গ্রামের আফতাবুজ্জামানের ছেলে মোশারফ হোসেন বাবু (৪৬)।
দিনাজপুর ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল বাংলানিউজকে জানান, ফুলবাড়ীতে সে সকল সম্পদ আছে তা লুন্ঠনের যে ষড়যন্ত্র চলছে এই চার্জশিট তার প্রমাণ। জাতীয় সম্পদ রক্ষার জন্য যে আন্দোলন চলমান রয়েছে তা বন্ধ করার জন্য এশিয়া এনার্জির করা ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় পুলিশ চার্জশিট দিয়েছে। তবে জাতীয় সম্পদ ধ্বংসের জন্য যতই ষড়যন্ত্র করা হোক আন্দোলনকারীরা কেউ পিছু হটবে না।
এদিকে এশিয়া এনার্জির করা মামলার প্রেক্ষিতে অভিযোগপত্র দাখিল করায় স্থানীয় জনমনে আবারো দেখা দিয়েছে উত্তেজনা। এ পরিস্থিতিতে যে কোন মুহূর্তে কঠোর আন্দোলন শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ সময়:০৫২০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
আরআই