ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে ২১৬ বোতল মদসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
সুনামগঞ্জে ২১৬ বোতল মদসহ যুবক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সুনামগঞ্জে মদসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক আনছার আলী (৩০) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার কিদ্দরপুর গ্রামের বাসিন্দা।



বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে জামালগঞ্জ উপজেলার কুড়কাপসী এলাকায় অভিযান চালায় ৠাব-৯ এর একটি দল। এ সময় ২১৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ আনছার আলীকে আটক করে র‌্যাব সদস্যরা।

র‌্যাব-৯ সিলেটের সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৫৩৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এনইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।