ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চেকপোস্টে দৃঢ়তার সঙ্গে ভয়ও

ইসমাইল হোসেন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
চেকপোস্টে দৃঢ়তার সঙ্গে ভয়ও ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: উদ্দেশ্য পুলিশ চেকপোস্ট সরেজমিন পরিদর্শন। ভোর চারটা নাগাদ যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচ দিয়ে চলছিলো প্রেস স্টিকার সম্বলিত সিএনজি অটোরিকশাটি।

ইশারায় দুই পুলিশ সদস্যের অটোরিকশা থামানোর চেষ্টা। গতি কমতে না কমতেই একজন আরেকজনকে বললেন, ‘সাবধানে দেখেন, সাবধান। ’ কাঁধে ঝোলানো অস্ত্রে এক হাত রেখে, অপর হাতে মোবাইলের আলো জ্বেলে উঁকি দিলেন অটোরিকশার ভিতরটায়।

সাংবাদিক পরিচয় পেয়ে কিছুটা স্বস্তি। এক পুলিশ সদস্য বললেন, ‘ভাই আমাদের কথা লিখেন, রিস্কে আছি’। কণ্ঠ মেলালেন অপরজন। সিএনজি চললো আরেক গন্তব্যে।

সপ্তাহখানেক আগে গাবতলী পর্বতা সিনেমা হলের সামনের চেকপোস্টে খুন হন ইব্রাহীম নামে এক পুলিশ কর্মকর্তা। রাত দুইটা ১৬ মিনিট। সেই চেকপোস্টের উদ্দেশ্যে আমিনবাজার সেতু ঘুরে আসতেই অস্ত্রধারী-বুলেটপ্রুফ জ্যাকেট পরা পুলিশ সদস্যদের ইশারায় থামলো সিএনজির চাকা। এগিয়ে এলেন দু’জন, দু’পাশে আরও দু’জন অস্ত্র হাতে সতর্ক।

নিজেদের সংবাদকর্মী পরিচয় দিয়ে কথোপকথন তাদের সঙ্গে। দারুস সালাম থানার এই পুলিশ সদস্যরা আলাপচারিতায় জানালেন সতর্কতা আর দুর্বৃত্তদের প্রতিরোধের প্রস্তুতির কথা।

সতর্কতা এবং প্রস্তুতির বিষয়ে দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বললেন, এই দেখেন, বুলেটপ্রুফ জ্যাকেট। পরিস্থিতি ভিন্ন হলেও মোকাবিলা করব। এই চেক পোস্টে এসআই রাজ্জাকসহ তিনজন নায়েক ও দু’জন কনস্টবল সবাই সশস্ত্র।

একের অধিক আরোহীর মোটর সাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসে বেশি মানুষ থাকলেই থামিয়ে চেক করা হচ্ছে বলে জানান আব্দুর রাজ্জাক।

রাত ১২টা ৫৮ মিনিট। ঢাকার প্রবেশমুখে আব্দুল্লাপুর চেকপোস্টে কথা হয় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে। উত্তরা পূর্ব থানার এসআই আবু তাহের বলেন, সব সময় অ্যালার্ট আছি, পরিস্থিতি তৈরি হলে...।

মোটর সাইকেল, কালো কাঁচের গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান আবু তাহের।

উত্তরা থেকে টঙ্গী যেতে আব্দুল্লাপুর মোড়ের পুলিশ চেক পোস্ট। ১২টা ২০ মিনিট। ওয়াকিটকিতে ম্যাসেজ এসেছে একটি মোটর সাইকেল সিগন্যাল না মেনে চলে যাচ্ছে। সেই মোটর সাইকেলের ওপর নজর পাঁচ পুলিশ সদস্যের। এরই মাঝে কথা হয় তাদের সঙ্গে।

উত্তরা পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুজ্জামান বলেন, স্যারেরা এলার্ট থাকতে বলেছেন, সে অনুযায়ী প্রস্তুতি আছে।

গত ২২ অক্টোবর গাবতলীতে একটি চেক পোস্টে খুন হন পুলিশের এএসআই ইব্রাহীম মোল্লা, এরপর ৪ নভেম্বর আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়ইপাড়া চেক পোস্টে খুন হন কনস্টেবল মুকুল হোসেন।

বিভিন্ন চেক পোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই সপ্তাহের মধ্যে ঢাকায় দুই চেকপোস্টে দৃর্বৃত্তদের হাতে দুই পুলিশ খুনের পর দায়িত্ব পালনে ভয় এবং আতঙ্কে রয়েছেন তারা। পরিবারের সদস্যরাও আতঙ্কে।

পুলিশ সদর দপ্তরের নির্দেশনা মেনে সতর্ক হয়ে চেকপোস্টে দায়িত্ব পালন করছেন তারা। তারা বলছেন, সশস্ত্র অবস্থায় রয়েছেন, তবে পরিস্থিতি ভিন্ন হলে মোকাবিলা করার সক্ষমতা রয়েছে তাদের।

আব্দুল্লাপুর ছাড়া টঙ্গী চেরাগআলী পর্যন্ত আর কোন পুলিশ চেকপোস্ট পাওয়া যায়নি। তবে রাত অবধি কালশী মোড়ে তল্লাশি চালাচ্ছিলো পুলিশ। ৠাবের একটি চেকপোস্ট চোখে পড়ে পল্লবীতে পূরবী সিনেমা হলের সামনের এলাকায়।

গাবতলী থেকে খিলগাঁও যেতে কারওয়ান বাজার, খিলগাঁও থানার সামনের এলাকায় পুলিশ চেকপোস্ট ছিল। আর খিলগাঁও হয়ে যেতে যাত্রাবাড়ীতে একটি এবং ভোর ৪টা ৩৫ মিনিটে চিটাগাং রোডের মাদানীনগর হয়ে ফেরার পথে ফ্লাইওভার শুরুর এলাকায় একটি পুলিশ চেকপোস্ট পাওয়া যায়। তবে এই চেকপোস্টে অলস সময় কাটাতে দেখা যায় পুলিশ সদস্যদের।

পুলিশ বলছে, যেকোন অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সর্বাত্মক সতর্ক রয়েছেন তারা। চেক পোস্টগুলোর জনবল বৃদ্ধি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।