ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ফরটিস হাসপাতালে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
খুলনায় ফরটিস হাসপাতালে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা মহানগরীর সোনাডাঙা মজিদ স্মরণী এলাকার ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউট নামে একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছ।



শুক্রবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খুলনা ফায়ার সার্ভিস সহকারী পরিচালক মো. তারিক জানায়, একটি ভারতীয় বেসরকারি হাসপাতালে তৃতীয় তলার ল্যাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের খবর শুনে ছুটে যায় ফায়র কর্মীরা। ঘটনাস্থলে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

বাংলাতেশ সময়: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।