ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
মানিকগঞ্জে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার ২য় সম্মেলন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা শহরের আফরোজা রমজান বালিকা উচ্চ বিদ্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



র‌্যালিতে অংশ নেন, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর নওরোজ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট দীপক ঘোষ, কমিউনিষ্ট পার্টির জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলাম আরজু, জেলা আওয়ামী লীগ নেত্রী নীনা রহমান, প্রাক্তন সিভিল সার্জন ডা. সিদেশ্বর মজুমদার ও তার স্ত্রী সবিতা মজুমদারসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।