গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় নাঈমা মটরস্ নামের একটি মোটর পার্টসের দোকানে চুরি হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
নাঈমা মটরসের মালিক শাহ্ আলম বাংলানিউজকে জানান, রাত ১১টায় তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। সকালে এসে দোকানের সাটারের তালা ভাঙা দেখতে পান।
পরে দোকানের ভেতরে ঢুকে তিনি দেখেন, ক্যাশ বাক্সে থাকা নগদ আটত্রিশ হাজার টাকা, দোকানে থাকা এক লাখ ৬০ হাজার টাকার মবিল, দুই লাখ ৭০ হাজার টাকার স্পিরিটসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল খোয়া গেছে।
খবর পেয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার আমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শক করেছেন।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
আরএ