ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাঘাটায় প্রতিপক্ষের হামলায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
সাঘাটায় প্রতিপক্ষের হামলায় নারী নিহত

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পারুল বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী আফজাল মিয়াও (৫০) গুরুতর আহত হয়েছেন।



শুক্রবার (০৬ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কচুয়া ইউনিয়নের বুরুঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।

কচুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বকুল বাংলানিউজকে জানান, জমি নিয়ে প্রতিবেশি নুরুল ইসলাম নূরু গংদের সঙ্গে আফজালের বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে দু’পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার একপর্যায়ে নূরু তার লোকজন নিয়ে হামলা চালিয়ে আফজাল-পারুল দম্পতিকে এলোপাতারি মারপিট করে। এতে পারুল ঘটনাস্থলেই মারা যায়। আহত আফজালের অবস্থা আশঙ্কাজনক।

তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই হামলাকারীরা আত্মগোপন করায় কাউকে আটক করা সম্ভবব হয়নি। নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।