ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জামায়াতের অর্থায়ন বন্ধ করতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
জামায়াতের অর্থায়ন বন্ধ করতে হবে ছবি: রাজীব/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জামায়াতের অর্থায়ন বন্ধ কর‍ার কথা বললেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির।

তিনি বলেন, জামায়াতকে হেফাজত করে মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে চাওয়া সোনার পাথর বাটির মতো শোনায়।

তাদের অর্থায়নের বিষয়টি বন্ধ করতে হবে।

শুক্রবার (০৬ নভেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মৌলবাদের উৎস ও আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন। আলোচনার আয়োজক ‘৭১ বাংলাদেশ’ নামের একটি সংগঠন।

প্রকাশক-ব্লগার হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানেও সরকারের ভেতরে-বাইরে খন্দকার মোশতাকরা রয়েছে। তাদের খুঁজে বের করতে হবে। তা না হলে এ খুনের ঘটনার সুরাহা হবে না।

শাহরিয়ার কবির বলেন, একাত্তরে যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, ৭৫-এ যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারাই এখন অভিজিৎ-দীপনকে হত্যা করছে। ধর্মের নামে তারা ধর্মান্ধতা, ধর্মের নামে তারা রাজনীতি করে। এসব হত্যাকে তারা ঈমানী দায়িত্ব মনে করছে।

‘সংবিধানে গোঁজামিল রয়েছে’ মন্তব্য করে তিনি বলেন, এ গোঁজামিলের সংবিধান নিয়ে ধর্মনিরপেক্ষতা আনা যাবে না, জামায়াতকে নিষিদ্ধ করা যাবে না।

তিনি বলেন, এসবের অন্তরালে বড় কারণ ভুল বার্তা। প্রশাসন এসব ঘটনার পরে যেসব মন্তব্য করছে, সে বার্তাই ভুল। এসব বার্তা জনগণকে দেওয়া হচ্ছে, জামায়াতও সে বার্তা পাচ্ছে। সংবিধানের কোথায় নাস্তিকতাকে নিষিদ্ধ করা হয়েছে। ব্লগারদের লেখার বিষয়ে সাবধান করে তারা জামায়াতকে প্রশ্রয় দিচ্ছে।

শাহরিয়ার কবির বলেন, পুলিশ হত্যা ২০১২ সাল থেকে দেখছি। পুলিশ রাষ্ট্রের অংশ, তাদের হত্যা মানে রাষ্ট্রকে আঘাত, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?

এসময় আলিয়া মাদ্রাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো বাধ্যতামূলক করার দাবি জানান তিনি।

আলোচনায় আরও অংশ নেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী, ইনস্টিটিউট অব কনফ্লিক্ট, ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের নির্বাহী পরিচালক মেজর জেনারেল মো. আবদুর রশিদ, ৭১ টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এসকেএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।