ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে এক কৃষককে কুপিয়ে জখম করেছ প্রতিপক্ষ। এ ঘটনায় রামদা ও শাবলসহ হামলাকারী বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৬ নভেম্বর) সকাল ৯টার দিকে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ভেটু আকন্দ (৫০) ও তার ছেলে আসাদুল ইসলাম (২০)।
স্থানীয় নিমগাছি ইউনিয়নের চেয়ারম্যান (ইউপি) সুজাউদ্দৌলা রিপন বাংলানিউজকে জানান, সকালে বেড়েরবাড়ি গ্রামের কৃষক আমেজ মোল্লা (৬০) তার বাড়ির পাশে বোরো ধান ক্ষেতে আসেন। এ সময় ভেটু আকন্দ ও তার ছেলে আসাদুল ইসলাম দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আমেজ মোল্লার ওপর হামলা চালান।
তারা কুপিয়ে আমেজ মোল্লাকে গুরুতর জখম করেন। এ সময় স্থানীয়রা এসে শাবল ও রামদাসহ বাবা-ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এদিকে, আহত আমেজ মোল্লাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এসআর