ঢাকা: চাকরিতে পুনবর্হালের দাবিতে ঢাকা ডাইং গার্মেন্টস শ্রমিকরা অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি করছেন।
শুক্রবার (০৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশনের (জিডব্লিউএসএফ) নেতৃত্বে তারা এ অবস্থান কর্মসূচি করেছেন।
এতে বক্তব্য রাখেন জিডব্লিউএসএফ’র সাধারণ সম্পাদক স্মৃতি আক্তার, অর্থ সম্পাদক মোর্শেদ আলম কাউসার, মো. আলম ও ঢাকা মহানগর কমিটির সভাপতি আল আমিন আশরাফি প্রমুখ।
বক্তারা বলেন, ঢাকা ডাইং গার্মেন্টস’র ১৬১ জন কর্মীকে অনৈতিকভাবে ছাঁটাই করা হয়েছে। তাদের ফের নিয়োগ না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
স্মৃতি আক্তার বলেন, মালিক কর্তৃপক্ষ সবসময় নানা অজুহাতে কর্মী ছাঁটাই করে। এতে হঠাৎ করেই কর্ম হারিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন খেটে খাওয়া শ্রমিকরা। অথচ এ নিয়ে সরকার কিংবা কোনো কর্তৃপক্ষের দৃষ্টি নেই।
তাই অবিলম্বে ঢাকা ডাইংয়ের ছাঁটাইকৃত কর্মীদের চাকরি ফেরত দিতে হবে। অন্যথায় অবস্থান কর্মসূচি চলবে।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
ইইউডি/জেডএস