ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বেচ্ছাসেবকদল নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বেচ্ছাসেবকদল নেতার মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সহ সাধারণ সম্পাদক শওকত হোসেনের (৩০) মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার মুক্তারকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।



মৃত শওকত ওই গ্রামের নুরুল হকের ছেলে। তিনি কাউখালী উপজেলার ক্যাবল ব্যবসায়ী ছিলেন।
 
স্থানীয় সূত্র জানায়, সকালে শওকত গ্রামের এক বাড়িতে  ক্যাবল সংযোগ দিতে টিনের চালের উপর ওঠেন। এ সময় পা ফঁসকে গিয়ে পাশে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাউখালী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ছিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, হাসপাতালে আনার আগেই  রোগীর মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।