ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আহত প্রকাশকদের দেখতে ঢামেকে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
আহত প্রকাশকদের দেখতে ঢামেকে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: হামলায় আহত প্রকাশক আহমেদুর রহমান টুটুল, ব্লগার রণদীপম বসু ও তারেক রহিমকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) গেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

শুক্রবার (০৬ নভেম্বর) দুপুরে তিনি ঢামেকে যান।



আসাদুজ্জামান নূর কেবিন ব্লকে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়ে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশকে অস্থিতিশীল করতে উগ্র ধর্মান্ধরাই এসব ঘটনা ঘটাচ্ছে।

তিনি বলেন, এখন শুধু মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষকেই নয় তারা লেখক, প্রকাশক ও পুলিশকেও হত্যা করছে।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের সময় যখন সবাই এক হয়ে শত্রুদের প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়েছিল। এখন এই উগ্র ধর্মান্ধদের প্রতিহত করতে আবার সবাইকে এক হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।