ঢাকা: শ্রমিকদের নিরাপত্তা, বাঁচার মতো মজুরি ও কারখানায় গণতান্ত্রিক কর্মপরিবেশ পেতে কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। এ ধরনের সম্মেলন এবারই প্রথম করলো তারা।
শুক্রবার (০৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মেলনের উদ্বোধন করেন শাহ আতিউল ইসলাম।
এতে আরও অংশ নেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিয়ারা নাসরিন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ অন্য নেতা-কর্মী ও সদস্যরা।
সংহতি প্রকাশ করে তারা বলেন, বৈদেশিক আয়ের প্রায় ৮০ শতাংশ নিশ্চিত করেও এ শ্রমিকরা নিজেদের মৌলিক অধিকার আদায় করতে পারেনি। পাঁচ হাজার ৩শ টাকার এই শ্রমিকদের ধুঁকে ধুঁকে বেঁচে থাকাই যেন নিয়তি। তাজরীনে ১১২ ও রানা প্লাজায় এক হাজার ১৭৫’র বেশি শ্রমিকের মৃত্যু তারই দৃষ্টান্ত।
‘সন্দেহ নেই বিদেশি বায়ার-সরকার-মালিক ত্রিপক্ষীয় এ চক্রের দায়িত্বহীনতা ও গাফিলতির কারনেই শ্রমিকদের এ অবস্থা’- বলেন তারা। সভাপ্রধান হিসেবে ছিলেন তাসলীমা আখতার।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এসকেএস/ইইউডি/এএ