ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
উখিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিল হোসাইন (৩০) নামে এক যুবক মারা গেছেন।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফ-কক্সবাজার মহাসড়কে বালুখালী চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।



দিল হোসাইন উপজেলার কুতুপালং এলাকার মৃত ফজর আলমের ছেলে।

বালুখালী হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি আবুল কাশেম বাংলানিউজকে জানান, দিল হোসাইন নামে ওই যুবক সকালে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।