ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ৪ ছিনতাইকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
নওগাঁয় ৪ ছিনতাইকারী আটক

নওগাঁ: নওগাঁ সদর উপজেলার শালুককুড়ি এলাকা থেকে বৈদ্যুতিক মোটরচালিত রিকশাসহ চার ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (০৬ নভেম্বর) ভোরে সড়ক থেকে রিকশা ছিনতাই করে পালানোর সময় তাদের আটক করে স্থানীয়রা।

পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
 
আটক ছিনতাইকারীরা হলেন, নওগাঁ সদর উপজেলার বুজরুখ আতিথা গ্রামের আতাউরের ছেলে সোহেল রানা (২৮), কোমাইগাড়ী মহল্লার আব্দুস সাত্তারের ছেলে বাপ্পি (২১), বাছাড়ীগ্রাম গ্রামের বাবুর ছেলে সম্রাট (২২) ও মহাদেবপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের জবিরের ছেলে সাগর হোসেন (২৯)।

নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) সামসুল আলম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাতে ওই চারজন  বদলগাছী উপজেলার ভাণ্ডারপুর থেকে একটি রিকশা  ছিনতাই করেন। ভোরে শালুককুড়ি এলাকার লোকজন তাদের আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।