ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ডিআরইউ’র ২২ সাংবাদিক পেলেন সম্মাননা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
ডিআরইউ’র ২২ সাংবাদিক পেলেন সম্মাননা ছবি :রাজিব/ বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: এ বছর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য-লেখক সম্মাননা পেলেন সংগঠনটির ২২ জন সদস্য।

শুক্রবার (০৬ নভেম্বর) তাদের সবার হাতে সম্মাননা সনদ, পাঁচ হাজার টাকা ও ক্রেস্ট তুলে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এই ২২ সাংবাদিকের বিভিন্ন বিষয়ের ওপর ২৪টি বই প্রকাশিত হওয়ায় এ বছর তাদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হলো।

এর মধ্যে রয়েছেন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) শামসুল আলম বেলাল (ইউনাইটেড স্টেটস, রাশিয়া, ইসরায়েল, চায়না, ইন্ডিয়া অ্যান্ড দ্য মুসলিম ওয়ার্ল্ড), দৈনিক ভোরের কাগজের ঝর্ণা মনি (রাজাকারের মরণ কামড়), আজকের পত্রিকার এম উমর ফারুক (মেঘে ঢাকা চাঁদ), ইনকিলাবের মিজান মাহমুদ (যে জীবন দোয়েলের ফড়িংয়ের)।

আমার দেশের হাসান হাফিজ (তালগাছটা আমার ও নির্বাচিত ১০০ প্রেমের কবিতা), অবজারভারের জীবন ইসলাম (কাশবনের গাঁ), মানবজমিনের কাফি কামাল (শূন্য দশকের নির্বাচিত প্রবন্ধ), জনকণ্ঠের কাওসার রহমান (কালো টাকার সন্ধানে ফিড দ্য ফিউচার: বাংলাদেশ ইন ফোকাস),  মাই টিভির আমিরুল মোমেনিন  মানিক (জনচাকর), উত্তরবঙ্গ সংবাদের নির্মল চক্রবর্তী (সমকালীন রাজনীতির চালচিত্র)।

ভোরের কাগজের শামসুজ্জামান শাসম (মহাকাশের ভবিষ্যত/নারী নেতৃত্ব), এবিনিউজ২৪ডটকমের শাহীন চৌধুরী (সিউল থেকে লং আইল্যান্ড), দ্য ইকোনমি টুডে ডট নিউজের (এক ‍ঋতুর দেশে), এটিএন নিউজের ইশরাত জাহান উর্মি (আবছায়া), ইত্তেফাকের পিনাকি দাসগুপ্ত (আদরের রাগ)।

সংগ্রামের শাহেদ মতিউর রহমান (জার্নি টু দার্জিলিং), আরটিভির মুহম্মদ আকতার হোসেন (বিশ্ব সাহিত্যের ক্লাসরুমে), কালের কণ্ঠের ওমর ফারুক (পিছুটান), সমকালের আলতাব হোসেন (ধনধান্য পুষ্পভরা) ও ইন্দ্রজিৎ সরকার (স্বর্ণমূর্তি উধাও রহস্য), ইত্তেফাকের দেবব্রত মুখোপাধ্যায় (সাকিব আল হাসান: আপন চোখে ভিন্ন চোখে) এবং চ্যানেল২৪’র আমিন আল রশীদ (‘সরকারি’ বিরোধীদল: দশম সংসদের প্রথম বছর)।

পুরস্কার বিতরণ উপলক্ষে ডিআরইউতে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
ইএস/এসকেএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।