পঞ্চগড়: ‘সুরে ও স্বরে কবিতা’ প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে স্বরচিত কবিতা পাঠের আসর।
শুক্রবার (০৬ নভেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা প্রেসক্লাবে রংপুর বিভাগীয় লেখক পরিষদ পঞ্চগড় জেলা শাখা এ আসরের আয়োজন করে।
অনুষ্ঠানে বিভাগীয় লেখক পরিষদের সদস্যরা ছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে কবিরা তাদের স্বরচিত কবিতা আবৃতি করেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ তিন ক্ষুদে কবিকে পুরস্কৃত করা হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় লেখক পরিষদ পঞ্চগড় জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের পঞ্চগড় করেসপন্ডেন্ট রাজিউর রহমান রাজু।
পুরস্কার প্রাপ্তরা হলেন- পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ বাংলা বিভাগের সম্মান ৩য় বর্ষের ছাত্রী পারুল আক্তার, ২য় বর্ষের ছাত্র কামরুল হাসান ও ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের ছাত্র জাহাঙ্গীর আলম।
আসরে অন্যদের মধ্যে বিভাগীয় লেখক সভাপতি সহকারী অধ্যাপক খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুছ ছবুর ও প্রচার
সম্পাদক শরিফুল ইসলামসহ জেলার বিভিন্ন এলাকার সাহিত্যানুরাগীরা উপস্থিত ছিলেন।
আসরে বক্তারা দেশীয় সাংস্কৃতি লালন ও চর্চার ওপর গুরুত্বারোপসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
পিসি/