মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী এলাকায় ২০১৪ সালের কৃতী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে নিঝুম জনসেবা সংস্থা।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে প্রতিভা বৃত্তি প্রকল্পের আওতায় ধনবাড়ী, মধুপুর, ঘাটাইল ও সরিষাবাড়ী উপজেলার ১৭৪জন শিক্ষার্থীর হাতে এ বৃত্তি তুলে দেওয়া হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে নিঝুম জনসেবা সংস্থা।
প্রকল্পের সভাপতি মো. মাহবুবুর রহমান খান খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহমাদ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিভা বৃত্তি প্রকল্পের প্রধান পৃষ্ঠপোষক সমাজসেবক রঞ্জিত চন্দ্র সাহা, প্রকল্পের সচিব মো. শামসুল হক, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মাহবুব জামান, ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের প্রধান শিক্ষক মীর মো. আশরাফ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এটি