ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শিশুরাই জাতিকে শোনাবে মুক্তির জয়গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
শিশুরাই জাতিকে শোনাবে মুক্তির জয়গান ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

বগুড়া: আগামীর ভবিষ্যৎ শিশুদের নেতৃত্বেই সামনে এগিয়ে যাবে দেশ। তারাই জাতিকে শোনাবে মুক্তির জয়গান।

তাদের নেতৃত্বেই দেশ-জাতি ধন্য হয়ে উঠবে। সুখী-সমৃদ্ধশালী দেশ গড়ে উঠবে। তাই শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়তে শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বগুড়া তহুরুন্নেচ্ছা মহিলা সংসদ মিলনায়তনে ড. নূর ওয়ার্ল্ড স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক যাহেদুর রহমান যাদু একথা বলেন।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ড. নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক উত্তরের খবর পত্রিকার সম্পাদক আব্দুস সালাম বাবু ও ট্রাস্ট ব্যাংক লি. বগুড়ার ম্যানেজার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
এমবিএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।