ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত ছবি: প্রতীকী

মেহেরপুর: মেহেরপুরে ট্রাকের ধাক্কায় আনারুল ইসলাম (৩২) নামে এক ভ্রাম্যমাণ সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

আনারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।



শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে মানিকগঞ্জে তিনি মারা যান।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহসান হাবীব বাংলানিউজকে জানান, সকালে বাড়ি কলাইডাঙ্গা যাচ্ছিলেন আনারুল। এ সময় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদী বাজারের কোল্ড স্টোরের সামনে পৌঁছালে একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে লুটিয়ে পড়েন।   তাকে
মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতাল ও পরে ঢাকায় নেওয়ার পথে মানিকগঞ্জে মারা যান।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।