ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে অশ্লীল ভিডিও ব্যবসায়ীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
চাঁদপুরে অশ্লীল ভিডিও ব্যবসায়ীর জরিমানা

চাঁদপুর: চাঁদপুরে অশ্লীল ভিডিও ব্যবসার অপরাধে সুমন (২৫) নামে এক মোবাইল ফোন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে শহরের মাদ্রাসা রোড এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল রাশেদ এ আদেশ দেন।



নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল রাশেদ বাংলানিউজকে বলেন, শহরের পুরাণ বাজার ব্রিজ সংলগ্ন এলাকা ও বড় স্টেশন মাদ্রাসা রোড এলাকায় বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুমনের মোবাইল ফোনের দোকানের কম্পিউটারে অশ্লীল ভিডিও পাওয়া যায়। তিনি এসব ভিডিও যুবকদের কাছে বিক্রি করতেন। এ অপরাধে তাকে জরিমানা ও  ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

শহরের বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।