ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ফেনসিডিলসহ আটক ইউপি সদস্য কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
যশোরে ফেনসিডিলসহ আটক ইউপি সদস্য কারাগারে

যশোর: যশোরে ফেনসিডিলসহ আটক ইউপি সদস্য নজরুল ইসলাম ওরফে নজু মেম্বারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (০৬ নভেম্বর) বিকেল ৫টায় যশোরের সিনিয়র জুডিশিয়াল শাহজাহান আলী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



নজরুল ইসলাম নজু যশোরের শার্শা সদর ইউনিয়ন পরিষদের সদস্য এবং একই এলাকার পান্তাপাড়া এলাকার ফজর আলীর ছেলে।

যশোর আদালত পুলিশের পরিদর্শক রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, আদালতের নির্দেশে সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দিনগত রাতে যশোর শহরের রেলগেট এলাকা থেকে নজু মেম্বারকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।