ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গার্মেন্ট সংহতির ২৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
গার্মেন্ট সংহতির ২৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত ছবি: রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শ্রমিক নেতা তাসলিমা আখ্‌তারকে সভাপ্রধান ও জুলহাসনাইন বাবুকে স‍াধারণ সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির প্রথম প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৭ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটিতে হাসান মারুফ রুমী সহ-সভাপ্রধান, সহ সাধারণ সম্পাদক অঞ্জন দাস এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম শামা।


 
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নিরাপত্তা, বাঁচার মতো মজুরি এবং কারখানায় গণতান্ত্রিক কর্ম পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির ১ম কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন শ্রমিক নেতা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি শাহ্ আতিউল ইসলাম।

কেন্দ্রীয় সমন্বয়ক তাসলিমা আখ্‌তারের সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রানা প্লাজার নিখোঁজ শ্রমিক হৃদয়ের মা আঞ্জুয়ারা বেগম। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় সদস্য সচিব জুলহাসনাইন বাবু।

সমাবেশে মিরপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম অঞ্চলের শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।

এর পর দুপুর থেকে অভ্যন্তরীণ সেশন শেষে সংগঠনটির নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচন করেন বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধিরা।

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি কমিটির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি (১৪ জন সম্পাদক ও ১৩ জন সদস্য):

সভাপ্রধান: তাসলিমা আখতার
সহ-সভাপ্রধান: হাসান মারুফ রুমী
সহ-সভাপ্রধান: খালি
সাধারণ সম্পাদক: জুলহাসনাইন বাবু
সহ সাধারণ সম্পাদক: নজরুল ইসলাম আলমগীর
সহ সাধারণ সম্পাদক: অঞ্জন দাস
সাংগঠনিক সম্পাদক: আমিনুল ইসলাম শামা
সহ সাংগঠনিক সম্পাদক: খালি
অর্থ সম্পাদক: আমেনা রিনা
রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক: মিনহাজুল হক নাহিদ
প্রচার ও প্রকাশনা সম্পাদক: দীপক রায়
দপ্তর সম্পাদক: মুসা কলিমুল্লাহ
আইন সহায়তা সম্পাদক: মাহবুব ইরান
স্বাস্থ্য সহায়তা ও সমাজকল্যাণ সম্পাদক: প্রদীপ রায়
কার্যকরী সদস্য: নূর হোসেন, এফ এম নূরুল ইসলাম, মাসুদ রানা বাবলু, বাবুল হোসেন, জিহাদুল, রুবীয়া বেগম, ছেনুয়ারা বেগম, হোসনেয়ারা বেগম, সিরাজ ফকির, আলম মাতব্বর ও চায়না বেগম।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
পিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।