খুলনা: খুলনায় সন্ত্রাসীদের করা গুলিতে রাব্বি (২১) নামে এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর ফুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাব্বি নগরীর ১৬ নম্বর বেনী বাবু রোড এলাকার বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে জানান, গুলিবিদ্ধ যুবককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি।
বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
আরএম