ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে চাকুসহ ছিনতাইকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
যশোরে চাকুসহ ছিনতাইকারী আটক

যশোর: যশোরে দু’টি চাইনিজ চাকুসহ জামির হোসেন (২৩) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে শহরের মাইকপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়।

জামির যশোর শহরের পোস্ট অফিসপাড়া এলাকার মুনসুর আলীর ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকবর আলী বাংলানিউজকে জানান, ছিনতাইয়ের প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে মাইকপট্টি এলাকা থেকে দু’টি চাইনিজ চাকুসহ জামিরকে আটক করা হয়। এ সময় তার অপর সহযোগী মিঠু মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হবে, জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।