ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে সাপের কামড়ে যুবদল নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
নোয়াখালীতে সাপের কামড়ে যুবদল নেতার মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে সাপের কামড়ে ফজলুল হক (২৮) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।



নিহত ফজলুল হক বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। সে ওই ইউনিয়ন যুবদলের সদস্য সভাপতি প্রার্থী।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে ফজলুল হকের পায়ে সাপে কাটে। পা বেঁধে পরিবারের লোকজন তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। বিষ নামালে তিনি সুস্থ হয়ে যাবেন জানিয়ে ওঝা পায়ের বাঁধন খুলে দেন। এরপর ফজলুল ছটফট করতে করতে জ্ঞান হারান। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদ উদ্দিন বাংলানিউজকে জানান, সাপের কাটা এক যুবককে হাসপাতালে আনা হলে তাকে মৃত্যু বলে ঘোষণা করেন চিকিৎসক।

বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।