যশোর : ঢাকাস্থ যশোর জেলা সমিতির নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ঢাকার নীলক্ষেতে বৃহত্তর যশোর ভবনের আহাদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ যশোর জেলা সমিতির সভাপতি বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. এম এ রশীদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সংগঠনের মহাসচিব মোহাম্মদ লুৎফর রহমান, কোষাধাক্ষ রোকনুজ্জামানসহ কার্যনির্বাহী পরিষদ, আজীবন ও সাধারণ সদস্যরা।
সভায় গত ২০১৪-২০১৫ সালের সাংগঠনিক, আর্থিক ও মহাসচিবের প্রতিবেদন পেশ করা হয়। এছাড়াও আজীবন সদস্যরা সমিতিকে গতিশীল করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
এছাড়া যশোর বিজয় দিবস উপলক্ষে আগামী ৮ জানুয়ারি সংগঠনের পক্ষ থেকে উৎসবের আয়োজন করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ সময়: ০২৪১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
আরএম