ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে স্কুলছাত্রকে অপহরণ করে মুক্তিপন দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
বরিশালে স্কুলছাত্রকে অপহরণ করে মুক্তিপন দাবি

বরিশাল: বরিশাল নগরী থেকে নিখোঁজ হওয়ার ১১ দিন পর পঞ্চম শ্রেণীর ছাত্র জিহাদকে (১১) ফিরিয়ে দেওয়ার বিনিময়ে কখনো লাখ আবার কখনো বা হাজার টাকা মুক্তিপন দাবি করছে অপহরণকারীরা।
 
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টা থেকে শুক্রবার (৬নভেম্বর) পর্যন্ত বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে জিহাদের মা-বাবাকে কল করে এ মুক্তিপন দাবি করা হয়।


 
নিখোঁজ জিহাদ নগরীর পুলিশ লাইনের সামনে চায়ের দোকানদার ও বাংলাবাজার ডা. খাদেম হোসেন গলির বাসিন্দা মিজানুর রহমানের বড় সন্তান। সে পুলিশ লাইনস দোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

জিহাদের মা নুরুন্নাহার বেগম বাংলানিউজকে জানান, জিহাদ প্রাইভেট পড়ার উদ্দেশ্যে গত ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে বাসা থেকে পাশ্ববর্তী ব্যাপ্টিস্ট মিশন রোডের জাহিদ স্যারের বাসার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুজি পর গত ২৮ অক্টোবর কোতয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন জিহাদের বাবা মিজানুর রহমান। এরপর বৃহস্পতিবার থেকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে তাদের মুঠোফোনে কল করে মুক্তিপন দাবি করা হচ্ছে। কখনো বেনাপোল, কখনো ফরিদপুর থেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে জিহাদ অসুস্থ জানিয়ে চিকিৎসাবাবদ টাকা চাওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এরই মধ্যে ফরিদপুর হাইওয়ে পুলিশের কনস্টেবল হায়দার পরিচয়ে এক ব্যক্তি জিহাদের বাবার কাছ থেকে তার (জিহাদের) চিকিৎসার নামে বিকাশের মাধ্যমে ২ হাজার টাকা নেন। পরে সেখানে যোগাযোগ করে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এছাড়া বৃহস্পতিবার বিকেলে একটি মোবাইল নম্বর থেকে জিহাদের মুক্তির জন্য ৩ লাখ টাকা মুক্তিপন চাওয়া হয়। সর্বশেষ তারা ২০ হাজার টাকা দাবি করে। এর মধ্যে ১০ হাজার টাকা নির্দিষ্ট বিকাশ নম্বরে দিলে জিহাদের সঙ্গে তাদের কথা বলিয়ে দেওয়া হবে বলে জানানো হয়।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু সাঈদ বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারছি না।

বাংলাদেশ সময়: ০৩৩৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।