ঢাকা: রাজধানীর পশ্চিম ধোলাইপাড়ে নাভানা সিএনজি স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই সিএনজি স্টেশনে থাকা একটি ট্রাক ও দু’টি প্রাইভেটকার সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. মোহসীন বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ০৭০২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এডিএ/আরএম