ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাকের ধাক্কায় সিএনজি স্টেশনে লাগা আগুন নিয়ন্ত্রণে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
ট্রাকের ধাক্কায় সিএনজি স্টেশনে লাগা আগুন নিয়ন্ত্রণে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অগ্নিকাণ্ডের আধা ঘণ্টা পর রাজধানীর পশ্চিম ধোলাইপাড়ে নাভানা সিএনজি স্টেশনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ততক্ষণে সিএনজি স্টেশনে থাকা একটি ট্রাক ও একটি প্রাইভেটকার সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

পুড়ে গেছে সিএনজি স্টেশনের মেশিনও।

শনিবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গ্যাস নিতে আসা একটি ট্রাক সিএনজি স্টেশনের মেশিনে ধাক্কা দেওয়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. মোহসীন বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

এ সময় পুড়ে যাওয়া প্রাইভেটকারের মালিক সায়মন খান বাংলানিউজকে বলেন, আমার গাড়িটি ডানদিক থেকে সিএনজি স্টেশনের মেশিনের কাছে আসছিলো। অপর একটি ট্রাক গ্যাস নিতে বাম দিক থেকে মেশিনের কাছে যাচ্ছিলো। হঠাৎ ট্রাকটি ব্রেক ফেল করে মেশিনে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে বিকট শব্দে আগুন ধরে যায়। পরে আমি আমার কার থেকে তাৎক্ষণিক নেমে নিরাপদ স্থনে চলে যাই।

ট্রাক চালক অসতর্ক ছিলেন মন্তব্য করে তিনি বলেন, হয়তো সারা রাত গাড়ি চালিয়ে চালকের চোখে ঘুম ছিলো, তাই এমনটা ঘটেছে।

ফায়ার সার্ভিসের কর্মীরাও সেটাই মনে করছেন। এ ঘটনার পর থেকে ট্রাক চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ০৮১৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এডিএ/টিআই

** ধোলাইপাড়ে সিএনজি স্টেশনে ভয়াবহ আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।