ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকায় যাত্রীবাহী বাস খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
ভালুকায় যাত্রীবাহী বাস খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৭ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। এ ঘটনায় আহত হন আরও ১০ জন যাত্রী।

তাদের ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (০৭ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেহেরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- কাজল (৩৫), ওয়াহিদ (৩২), ভালুকার ফজলুল হক (৪৫) ও খায়রুল ইসলাম (৪২), ত্রিশালের আব্দুল মোতালেব (৪৩) এবং নীলফামারীর নওশেদ (৩৫)।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বাংলানিউজকে জানান, শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ময়মনসিংহ থেকে ঢাকায় যাচ্ছিলো। মেহেরবাড়ী এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চারজন এবং চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

নিহতদের দু’জনের মরদেহ ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্য পাঁচজনের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫/আপডেট: ০৩৩৬ ঘণ্টা
আরএম/টিআই/আরএইচএস/এএ

** ভালুকায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।