ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে শটগান ও গুলিসহ ছিনতাইকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
বকশীগঞ্জে শটগান ও গুলিসহ ছিনতাইকারী আটক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে ছিনতাই করে পলানোর সময় একটি শটগান ও চার রাউন্ড তাজা গুলিসহ আবদুস সাত্তার (৫৫) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) রাত ২টার দিকে বকশীগঞ্জ উপজেলার চর আইরমারী গ্রাম থেকে তাকে আটক করা হয়।



স্থানীয়দের বরাত দিয়ে বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, বকশীগঞ্জের জব্বারগঞ্জ বাজারে চর আইরমালী গ্রামের আব্দুল্লাহর মুদি দোকান রয়েছে। শুক্রবার রাতে দোকান থেকে আড়াই লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির কাছে একটি নির্জন স্থানে এলে পাঁচ ছিনতাইকারী অস্ত্রের মুখে তাকে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় ও মারধর করে। এসময় আব্দুল্লাহর চিৎকার শুনে প্রথমে তার ভাই শহিদুল্লাহ ও শের আলী এগিয়ে এলে তাদেরও মারধর করে ছিনতাইকারীরা। একপর্যায়ে তাদের চিৎকারে গ্রামের মানুষ এসে ছিনতাইকারীদের ধাওয়া করে। এসময় চার ছিনতাইকারী পালাতে পারলেও স্থানীয়দের সহায়তায় টহল পুলিশের একটি দল  আবদুস সাত্তারকে আটক করে। আটক ছিনতাইকারীর কাছ থেকে শটগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।