চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় ৩শ’ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ বাশার (৩২) নামে এক চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চান্দিনা উপজেলার খাদঘর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
আটক বাশারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউরা উপজেলার নোয়াপাড়ায়।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মাধাইয়া এলাকায় মহাসড়কে টহলরত পুলিশের একটি দল ঢাকাগামী প্রাইভেটকারটিকে থামার সংকেত দিলে চালক সংকেত উপেক্ষা করে পালিয়ে যান। পরে খাদঘর এলাকায় ব্যারিকেট দিলে গাড়িতে থাকা বাহার নামে এক যাত্রী গাড়ি থেকে নেমে পালিয়ে যান। পরে গাড়িতে তল্লাসি চালিয়ে ৩শ’ বোতল ফেনসিডিল পাওয়ায় চালক বাশারকে আটক করা হয়।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়েত হোসেন জানান, সংশ্লিষ্ট সচিব গাড়ির মালিকানা স্বীকার করলেও মাদকের চালান সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন।
এ ব্যাপারে চান্দিনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসআই